ব্রাহ্মণবাড়িয়া,বর্তমানকণ্ঠ ডটকম: জেলা শহরের ভাদুঘরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আরেক শিশু আহত হয়।
রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের ভাদুঘরের রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাদুঘর রেলগেইট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি অপর লাইনে দাড়িয়ে ভিডিও করছিলেন তিন শিশু। এসময় আখাউড়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া গামী বাল্লা লোকাল ট্রেনটিতে কাটা পড়ে তিন শিশু। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং অপর শিশুটি গুরুত্বর আহত হয়। আহত শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে আশঙ্কাজনক অবস্থায় নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।