নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি না সরালে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রবিবার (১৬ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী বলেন, “জিনিসপত্র পরিবহন ও আনুষঙ্গিক সমস্যার কারণে ট্যানারিগুলো সরাতে দেরি হয়ে গেছে। তবে চলতি বছরের শেষ নাগাদ ট্যানারি পুরোপুরি সাভারে স্থানান্তরিত হবে। যেসব কারখানা এখনো কাজ শুরু করেনি, তাদের চুক্তি বাতিল করে দেয়া হবে।”