নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: পাকিস্তানকে কোনো যুদ্ধবিমান বা আধুনিক বিমান দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ার সামরিক সরঞ্জাম নির্মাতা সংস্থা রসটেক কর্পোরেশনের সিইও সের্গেই চেমেজভ।
পাকিস্তানের সঙ্গে অন্য কোনো সামরিক চুক্তির পরিকল্পনাও রাশিয়ার আপাতত নেই বলে জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিছু হেলিকপ্টার কিনেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এরপর রাশিয়ার কাছ থেকে পাকিস্তান যুদ্ধবিমান কিনতে চলেছে বলেও শোনা যাচ্ছিল। সেপ্টেম্বেরে পাকিস্তানে এসে পাক বাহিনীর সঙ্গে রুশ সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়।
সের্গেই চেমেজভ বলেছেন, ‘আমরা পাকিস্তানকে কোনো আধুনিক এয়ারক্র্যাফ্ট বা যুদ্ধবিমান দিচ্ছি না। আমরা তাদের হেলিকপ্টার দিয়েছি, কিন্তু সেগুলি পরিবহনের জন্য নির্মিত (যুদ্ধের জন্য নয়) এবং সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে।’
পাকিস্তানকে যুদ্ধবিমান দেয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানকে কোনো রকমের সামরিক সরঞ্জাম সরবরাহ করার চুক্তি আমরা করিনি, পরিকল্পনাও নেই।’
পাকিস্তানের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়া সম্পর্কে তিনি জানান, ওই মহড়া সন্ত্রাসবাদ বিরোধী মহড়া ছিল। আইএস ও অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কীভাবে লড়তে হবে, পাক সেনাকে সেই প্রশিক্ষণ দেয়া হয়েছে।