অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের গুরুদাসপুরে আলিপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা চত্বরে আয়োজিত এই মানববন্ধনে নাটোর জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি ও মাদ্রাসার সুপার আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, কৈডিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলম, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আজাহারুল ইসলাম মাষ্টার, সহকারি শিক্ষক আব্দুল বাসেদ, হাসমত আলী, দেলোয়ার হোসেন,আমীর হামজা প্রমূখ।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী সহ এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেয়।