মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের কালীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন তাদের চাচাতো ভাই। ১৬ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম (বেপারীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তরসোম গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে ও তুমলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মহসিন মিয়া (৪২) এবং তার ছোট ভাই তেল ব্যবসায়ী মোঃ মাসুম মিয়া (৩০)। এ ঘটনায় নিহতদের চাচাত ভাই একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাজমিস্ত্রি জুয়েল (২৮) আহত হয়েছেন।
তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজ উদ্দিন জানান, ঈদের আগে মহসিন মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। ট্যাংকের ভেতরে পানি দেওয়া ছিলো এবং সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খোলা হয়নি। রবিবার দুপুর ১২টায় চাচাত ভাই রাজমিস্ত্রি জুয়েলকে নিয়ে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে যান। এ সময় জুয়েল ট্যাংকে নামলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাকে উদ্ধার করতে মাসুম এগিয়ে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা খারাপ দেখে তাদের উদ্ধার করতে মহসিন এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান করেন। মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে তিনটায় দুই ভাই মহসিন ও মাসুমের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ জুয়েল বর্তমানের টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহমেদ কবির চৌধুরী জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তাদের অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ প্রদান করা হয়। এরপর বিকেলে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়।