এম এ রহিম,বর্তমানকণ্ঠ ডটকম: যশোরের শার্শা কামারবাড়ী এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ অভিযুক্ত জিপকার চালক শুভকে আটক করেছে। তার বাড়ী বেনাপোলের নামাজ গ্রামে। নাভারন হাইওয়ে পুলিশ জব্দ করেছে কারটি। নিহত যুবক বিল্লাল হোসেন শার্শার কাটশাখরা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থলে নিহতের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা—
শার্শা থানার ওসি মনির হোসেন বলেন,রবিবার সকাল ১০টার দিকে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি জিপগাড়ী শার্শার কামারবাড়ী নামক স্থানে এসে পৌছালে বিপরিত দিকে থেকে আসা মটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নিলে ডাক্কার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহতের লাশ পোষ্ট মর্টামের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ড্রাইভারকে আটক করেছে পুলিশ। নিহত যুবক পেশায় একজন ভ্যান চালক বলে জানান পুলিশও স্বজনেরা