ধামরাই (ঢাকা),বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকার ধামরাই পৌরশহরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন মো. সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়।
পরে সাইফুলের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু সাইফুল ওই টাকা দিতে পারেনি। তাই তার মোটরসাইকেল,মানিব্যাগ,গলার স্বর্নের চেইন ও হাতের বেইসলেইট ছিনিয়ে নেয়ার পর তাকে মুক্তি দেয় অপহরণকারীরা।
শনিবার রাতে ধামরাই পৌরশহরের তালতলা থেকে সাভার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে ধামরাই পৌরশহরের তালতলায় বন্ধু মো. কহিনুর ইসলামের বাড়িতে যাই। সেখান থেকে সাভারের নিজ বাড়ি ফেরার পথে তিন সদস্যের অপহরণকারি দল আমাকে ঘিরে ফেলে। তারা ডিবি পুলিশ পরিচয়ে আমাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।’
তিনি জানান, ‘অপহরণের পর তারা আমার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার মোটরসাইকেল,মানিব্যাগ,গলার স্বর্নের চেইন ও হাতের বেইসলেইট ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। পরে আমি ধামরাই থানায় গিয়ে অভিযোগ করি। এসআই মো. সেকেন্দার আলীর সহায়তার আমার মোটরসাইকেলটি উদ্ধার করি।’
এসআই সেকেন্দার আলী বলেন, অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তারা আত্মগোপন করে শেষ রক্ষা পাবে না। তাদেরকে গ্রেফতার হতেই হবে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অপহরণকারী দলের তিন সদস্য হলেন- মো. ওবায়দুল ইসলাম, মো. আলামিন ও মো. রাশেদ মিয়া।