বান্দরবান,বর্তমানকন্ঠ ডটকম: জেলায় কাঠ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ দুই জন নিহত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রেইচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান থেকে জোত পারমিটের একটি কাঠ বোঝাই ট্রাক (চট্টমেট্রো ট-১০৯৪) রেইচা নামক এলাকায় আসলে গাড়িটি ব্রেক ফেল করে। পাহাড়ি ঢালু রাস্তায় চালক নিয়ন্ত্রণে রাখতে না পারলে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে কাঠের চালানদার মো. শামসুল আলম (৫৫) মারা যান। চালক মো. ইউসুফ (৪৮) বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান।
স্থানীয়রা জানান, অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ভেঙে গভীর খাদে পড়ে যায়। গাড়ির হেলপার আগে থেকে লাফিয়ে নেমে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, দুপুরে কাঠবোঝাই ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর রেইচা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে চালকসহ দুই জনের মৃত্যু হয়।