নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজশাহী নগরীর পশুর হাটে ভটভটি ও টেম্পুর লাইনম্যানের লাঠির আঘাতে মো. তইজুদ্দিন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভটভটি চালকের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নতুন মধুপুর গ্রামে। তার বাবার নাম মৃত আবদুল মজিদ।
এ ঘটনায় লাইনম্যান মতি ওরফে রবি দাসকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি মহানগরীর শিল্পীপাড়া সুজানগর এলাকার মৃত কোয়েল দাসের ছেলে।
নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, লাইনম্যান মতির কাজ হলো পশুর হাটে আসা গাড়িগুলোকে শৃংখলার সঙ্গে চলতে সাহায্য করা।
দুপুরে তইজুদ্দিন তার ভটভটিতে করে হাটে গরু নিয়ে আসেন। ভটভটি থেকে গরু নামাতে কিছুটা দেরি হওয়ায় লাইনম্যান মতি তাকে দ্রুত গরু নামাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মতি তার হাতে থাকা লাঠি দিয়ে তইজুদ্দিনের কাঁধে আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরই হাটে গিয়ে লাইনম্যান মতিকে আটক করা হয়। নিহত তইজুদ্দিনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা থানায় আসার পর মামলা করা হবে বলে জানান ওসি।