নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা শহরে বর্তমানে নির্মাণাধীনভবনগুলো সার্ভে করে আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে বিভিন্ন নদ-নদীর অবৈধ দখল এবং নির্মাণাধীন ভবনগুলোর সার্বিক অবস্থা নিয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেয়া হয়েছে।
গৃহায়ণমন্ত্রী বলেন, ‘যারা অবৈধভাবে জলাশয় ভরাট করছে তাদের বিরুদ্ধে জলাধার সংরক্ষণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যারা কোর্টের মাধ্যমে ‘স্টে অর্ডার’ নিয়ে আসবে সেসব ক্ষেত্রে আইনানুগভাবে মোকাবেলা করা হবে।’
তিনি আরো বলেন, যারা নতুন ভবন নির্মাণ করছে তাদের অনুমোদন আছে কিনা তা তদারকি করে আগামী ৭ দিনের মধ্যে আইনী ব্যবস্থা নেয়া, অনুমোদন না থাকলে সরাসরি ভেঙে ফেলা হবে। এক্ষত্রে নোটিশ দেয়া গুরুত্বপূর্ণ নয়। তবে বিশেষ ক্ষেত্রে নোটিশ দেয়া যেতে পারে। পাশপাশি অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হলে তাদের অন্যান্য ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দেয়ারও নির্দেশ দেন তিনি।