রাজশাহী,বর্তমানকণ্ঠ ডটকম: নগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা চালিয়েছে এক ব্যক্তি।
আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী সাথী বেগমকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হেতেম খাঁ লিচু বাগান এলাকায়।
চিকিৎসকরা জানান, সাথীর অবস্থা গুরুতর। তার শ্বাসনালী অল্পের জন্য কেটে যায়নি। এ কারণে তিনি কিছুটা হলেও শঙ্কামুক্ত আছেন। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সাথী বেগমের স্বামী হাসিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হেতেম খাঁ লিচু বাগান এলাকার হাসিবুর নিজ শয়নকক্ষে ধারালো চাকু দিয়ে তার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালাতে থাকে। এ সময় স্ত্রী সাথী বেগম আর্তচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন।
এরই মধ্যে হাসিবুর তার স্ত্রীকে ধারালো চাকু দিয়ে গলায় এবং মুখে আঘাত করে। তবে দ্রুত আশেপাশের লোকজন এসে পড়ায় স্ত্রীকে ফেলে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা এসে সাথী বেগমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই হাসিবুর রহমান যৌতুকের দাবিতে তার স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সাথী বেগমকে হত্যাচেষ্টা চালান তিনি। তবে ঘটনার পরপরই হাসিবুর পালিয়ে যান।
এদিকে রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সহকারী রেজস্ট্রিার ডা. সূব্রত কুমার জানান, ‘ধারালো চাকুর আাঘাতে সাথীর গলায় গভীর জখমের সৃষ্টি হয়েছে। তবে শ্বাসনালীটি অল্পের জন্য কেটে যায়নি। শ্বাসনালী কেটে গেলে তাকে বাঁচানো যেত না। তার অবস্থা গুরুতর।’
এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ জানান, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেয়া হবে।