মুরাদনগর (কুমিল্লা),বর্তমানকণ্ঠ ডটকম: নিজের এক বছর বয়সী সন্তানের মুখ দেখা হলো না সৌদি আরবের দাম্মামে দুর্ঘটনায় নিহত আরিফের।
অপরদিকে, বাবার আদর তো দূরের কথা জীবিত অবস্থায় বাবার মুখও দেখতে পারল না আরিফের ছেলে আরিয়ান। পরিবারের সদস্যদের কান্না দেখে শুধু তাকিয়ে থাকে সে। বুঝেনা সে কান্নার পেছনে কি কারণ রয়েছে। জানে না তার জীবন শুরুর আগেই জীবন থেকে হারিয়ে গেল বাবার আদর, স্নেহ ও ভালবাসা।
রবিবার সকালে আরিফের গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর মধ্য পাড়া বাড়িতে গিয়ে দেখা গেছে কান্নার রোল। তার পিতার নাম মৃত আব্দুল কাদের। মৃত্যুর খবর জানাজানি হলে কান্নায় ভেঙ্গে পড়েন আরিফের মা, ভাই-বোন ও স্বজনরা।
শনিবার সৌদি আরবের দাম্মামের জলদিয়া এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতরে পড়ে গিয়ে নিখোঁজ হন আরিফ। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বোরিংয়ের কাজে ব্যবহৃত মোটা পাইপের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তাদের মরদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে।