খুলনা,বর্তমানকণ্ঠ ডটকম: ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রবিবার (১৭ অক্টোবার) রাত সাড়ে ১০টায় আরিফের ফাঁসি কার্যকর করা হয় বলে জানান খুলনা জেলা কারাগারের সুপার কামরুল ইসলাম।
তিনি জানান, ফাঁসি কার্যকরের পর তার মরদেহ স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বাগেরহাটের মোল্লারহাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে ২৮ শে আগস্ট আরিফের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তার করা আবেদন খারিজ করে দেয়া হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন।
ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে।
চাঞ্চল্যকর এ মামলায় ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন আদালত ।