আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: দুনিয়া কাঁপানো উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আস্যাঞ্জের জন্য নিরামিষ খাবার নিয়ে এসেছেন বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন। আস্যাঞ্জের স্বাস্থ্য ভেঙ্গে যাচ্ছে। এসব চিন্তা করেই পামেলা তার জন্য এসব করেছেন বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন।