ঝিনাইদহ,বর্তমানকণ্ঠ ডটকম: শহরের হামদহ ঘোষপাড়া থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ অক্টোবর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিয়ান নগর গ্রামের সুকুর আলীর ছেলে আজিবর রহমান (২৪) ও ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত নুর হকের ছেলে শিলন হক (২৮)।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শহরের হামদহ ঘোষপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। সে সময় ১৯ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।