নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আগত একজন যাত্রীকে রেক্টামে স্বর্ণসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা। যাত্রীর নাম মোহাম্মদ মোর্শেদ হোসেন (৩০)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
আজ সোমবার সকালে ১০ টায় এয়ার এরাবিয়ার জি৯৫১৭ যোগে ঢাকায় আসেন তিনি। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
তিনি জিজ্ঞাসাবাদে তার রেক্টামে ৮ টি স্বর্ণ বার থাকার কথা স্বীকার করেছেন। শাহজালালে বিশেষ ব্যবস্থায় এই স্বর্ণ বের করা হয়।