নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আড়াইহাজারের ৫টি গ্রামের প্র্রায় ৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার ভিটি কলাগাছিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। আড়াইহাজার উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও মিল মালিকদের সহয়তায় নরসিংদী তিতাস গ্যাসের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গোপালদী ও কলাগাছিয়া শিল্প এলাকার তিতাসের উচ্চ চাপের সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়। এতে সরকার প্রতিমাসে ৩০ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ সোমবার সকালে আড়াইহাজার উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও মিল মালিকদের সহয়তায় কলাগাছিয়া এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারিগরী ব্যবস্থাপক পারভেজ আহম্মেদের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুড়ে প্রায় ২ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। এতে
ভিটি কলাগাছিয়া, ঋষিপাড়া, উগলাকান্দি, চালতাকান্দিও জালাকান্দি গ্রামের প্রায় ৮ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নরসিংদী তিতাস গ্যাস বিক্রয় কেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, পূর্বে এই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে ভ্রাম্যমাণ আদালত বাঁধার সম্মুখিন হয়েছিল। তবে গত কিছুদিন গণমাধ্যমের প্রচার ও তিতাস কর্তৃপক্ষের মাইকিংয়ের কারণে গ্রামবাসীদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে। তাই এবারের অভিযানে গ্রামবাসী কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে উল্টো আড়াইহাজার উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও মিল মালিকরা আমাদের সহযোগীতা করছে। উদ্ধারকৃত পাইপগুলো অত্যন্ত নিম্মমানের লোহার পাইপ থেকে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা ছিল। এতে সরকারের প্রায় ৩০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।