ভারত ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: ভারতে ঘরে ঢুকে তথ্য মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭২ বছর বয়সী ওই মানবাধিকার কর্মীর নাম ভুপেন্দ্র বিরা। পুলিশ এ হত্যাকান্ডের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা কংগ্রেস পার্টি সাবেক কর্পোরেটর ও তার ছেলে। খবর এনডিটিভির।
সূত্র মতে, শনিবার ভুপেন্দ্র বিরা তার সান্তা ক্রুজের বাড়িতে টিভি দেখছিলেন। এমন সময় হত্যাকারী তার ঘরে জোর করে ঢুকে পড়ে। সে ভুপেন্দ্রর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। হত্যাকারীর পিস্তলের মাথায় সাইলেন্সর লাগিয়েছিল। এ কারণে গুলির শব্দ আশপাশের লোক শুনতে পায়নি। ঘটনার সময় ভুপেন্দ্র বিরার স্ত্রী ছিলেন। তিনি পুলিশকে এসব তথ্য দেন।
ভুপেন্দ্র বিরা তার এলাকায় অবৈধ নির্মাণ স্থাপনার বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। এসব কারণে তিনি অনেকের চোখে খারাপ। তার পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় কর্পোরেটর রাজ্জাক খান জড়িত। তিনি বহুবার ভূপেন্দ্র বিরার সঙ্গে উত্তপ্ত বিতর্ক করেন। পুলিশ সকালে রাজ্জাক খান ও তার ছেলেকে গ্রেফতার করেছে।