আন্তর্জাতিক ডেস্ক,বাংলাটিভি৭১.কম: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুটি ইন্টারসিটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। সোমবারের এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছে ৫০ এর অধিক লোক। বাস দুটিতে ১০০ মত যাত্রী ছিল। ইসলামাবাদের দক্ষিণের শহর কানপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তা জাফর ইকবাল হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।
স্থানীয় পুলিশ প্রধান মেহের আরসাল বলেন, বাসদুটির একটি করাচী থেকে লাহোরে যাচ্ছিলো। অন্যবাসটি ফয়সালাবাদ থেকে সাদিকাবাদে যাচ্ছিলো। দুর্ঘটনার পর বাসদুটি একটি গাছের ওপর গিয়ে আঘাত করে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল যায়। বেশ কয়েকজন জীবিত উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, পাকিস্তানে সড়ক খারাপ থাকার কারণে ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।