নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের চাঁদাবাজির খবর আসা মাত্রই আমরা ব্যবস্থাগ্রহণ করব। চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
সম্মেলনের বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের সম্মেলনে আমাদের বাজেট ২ কোটি ৬৫ লাখ টাকা। সম্মেলনের খরচ কোনোভাবেই এই বাজেট অতিক্রম করবে না।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এই সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে বর্ণীল সাজে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।