গজারিয়া,বর্তমানকণ্ঠ ডটকম: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শিকদারের ছেলে শামীম (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের ছেলে ইয়ামিন (৩২)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সর্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ভোর সাড়ে ৫টার দিকে সবজি বোঝাই একটি পিকআপ কুমিল্লা যাচ্ছিল। পথে বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় ওই পিকআপটি অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনে দুমড়ে-মুচড়ে গেলে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ওই পিকআপচালকের নামে মামলা হয়েছে বলে জানান সাজেন্ট।