শেরপুর,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি সীমান্তে বন্যহাতির আক্রমণে ইয়ার আলী (৬০) নামে এক নিহত হয়েছেন। সোমবার রাতে রাত সাড়ে ১০টার দিকে একটি বন্য হাতির দল বালিজুড়ি গ্রামের লোকালয়ে নেমে আসে।
বন্যহাতি আসার খবরে গ্রামের লোকজন ছুটোছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। ওই বৃদ্ধ কৃষক সবার পরে ঘর থেকে বের হয়। বাইরে যাওয়ার সময় বন্যহাতি শুড় দিয়ে পেঁচিয়ে তাকে আছাড় দেয়। পরে পদপিষ্ঠ করে।
সোমবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদীর ইউএনও খালেদা নাসরিন ও শ্রীবরদী থানার ওসি এস আলম।
চলতি মাসে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুইটি বন্যহাতিরও মৃত্যু হয়েছে।