নেত্রকোনা,বর্তমানকণ্ঠ ডটকম: দীর্ঘ ১২ বছর আগে ৬ বছরের মেয়ে লিপা আক্তারকে হারিয়ে ফেলেন নেত্রকোনার হাজেরা খাতুন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মেয়ের আশা একপ্রকার ছেড়ে দিয়েছিলেন তিনি।
তবে ফেসবুকের কল্যাণে অবশেষে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছেন তিনি। লিপা এখন ১৮ বছরের তরুণী। মেয়েকে ফিরে পেয়ে যেন হাতে চাঁদের টুকরো পেয়েছেন হাজেরা।
ঢাকার শ্যামলীতে একটি বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে ছিল ওই কিশোরী। বাবা-মা বেঁচে নেই- এমন তথ্য দিয়ে তাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। তাকে পরিবারের সঙ্গে যোগাযোগও করতে দেয়া হয়নি।
অবশেষে ফেসবুক পেজ নেত্রবার্তার একদল কর্মীর সহযোগিতায় রোববার লিপাকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতেই মায়ের সঙ্গে নিজেদের বাড়ি নেত্রকোনায় ফিরেছেন লিপা।
লিপা বলেন, ১২ বছর আগে আমি ঢাকায় একটি বাসা থেকে বেরিয়ে পথ ভুলে হারিয়ে যাই। পরে অপর এক বাসার কাজের মহিলা তাকে পেয়ে মিরপুরে একটি বাসায় কাজ দেয়। সেখানে দু’বছর কাজ করার পর বাড়ির মালিকের অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে বের হয়ে এসে কাজ নিই শ্যামলীর একটি বাসায়।
সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়েছে। তাকে বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। ১২ বছর পর আপনজনদের পেয়ে লিপা অনেক খুশি।