চট্টগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: নগরীর কোতোয়ালী থানার টাইগারপাস এলাকা থেকে এক হাজার আটশ ৭৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭ একটি দল।
সোমবার (১৭ অক্টোবর) রাতে ব্যবহৃত একটি কার্ভার্ড ভ্যানসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- যশোর জেলার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মিজান (৩৪) ও একই জেলার মনিরামপুর থানার শান্তু মন্ডলের ছেলে উন্তু মন্ডল (৩৫)।
তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশে যশোর থেকে চট্টগ্রামে নিয়ে আসছিলেন বলে চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল পরিবহণে ব্যবহৃত ওই কার্ভার্ড ভ্যানসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।