বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: স্লিভলেস ট্যাংক টপটিতে লেখা ছিল চারটি শব্দ। ‘শরণার্থী, অভিবাসী, বহিরাগত এবং পর্যটক’। প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া হয়েছে। বেঁচে থাকা একমাত্র শব্দটি পর্যটক।
ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদে এরকম একটি স্লিভলেস ট্যাংক টপ পরে পোজ দিয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু সিরিয়ার শরণার্থী সংকটের প্রেক্ষাপটে, ট্যাংক টপের বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
আর এরপর পরই প্রিয়াঙ্কা এবং কনডে ন্যাস্ট ম্যাগাজিন কর্তৃপক্ষ ওই কাভারের জন্য দু:খ প্রকাশ করেছে।
সমালোচকেরা বলেছেন, শরণার্থী হওয়াটা কারো ইচ্ছার ওপর নির্ভর করে না। আর ট্যাংক টপের ওই বার্তা বস্তুত সমাজের একটি সুবিধাজনক অবস্থানের নির্দেশক।