নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সাভারে ইয়াবা ও হরোইনসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- পুলিশের সোর্স ফর্মা আমিনুল ইসলাম ও তার দুই সহোযোগী সারোয়ার এবং মাসুম।
আমিনুলের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি ও মাদক আইনে ডজন খানেক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে সাভারের পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১শ’ পুড়িয়া হেরোইন মজব্দ করা হয়।
ঢাকা উত্তর ডিবি পুলিশের ওসি এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে আরও একটি মামলা হবে।
গ্রেফতার আমিনুল দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করছে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইমান্দিপুরের মজিদপুর থেকে মাদকব্যবসার প্রতিবাদ করায় নিরাপরাধ ১০ ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেন আমিনুল ইসলাম। তাদের বেশির ভাগই উৎকোচ দিয়ে ছাড়াপান।