যশোর,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার সিঙ্গিয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাতটি ট্রেন আটকা পড়েছে।
আটকে পড়া ট্রেন গুলো হলো- ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস, সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস, খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার, খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল এবং নওয়াপাড়াগামী অপর একটি মালবাহী ট্রেন।
নওয়াপাড়া স্টেশনমাস্টার আবদুল ওহাব জানান, চুয়াডাঙ্গার দর্শনা থেকে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেন সিঙ্গিয়া রেলস্টেশনে আসে। লাইন পরিবর্তন (সান্টিং) করার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি।