নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম : রামপাল বিদ্যুৎ প্রকল্পকে সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে তা বাতিল করে অন্যত্র সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ইউনেস্কোর ওয়েবসাইটে দেয়া এক প্রতিবেদনে এ আহ্বান জানায় তারা।
প্রতিবেদনে আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প নিয়ে অগ্রগতি প্রতিবেদন ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে জমা দিতে সরকারকে অনুরোধ করেছে সংস্থা দুটি। এতে ওই অঞ্চলের সম্পদ সংরক্ষণের অবস্থার তথ্য থাকতে হবে।
আগামী বছর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে।
গত ২৩ মার্চ বাংলাদেশে আসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো রি-অ্যাকটিভ মনিটরিং মিশনের তিনজন প্রতিনিধি। ২৮ মার্চ রাতে তারা ফিরে যায়। এ সময়ের মধ্যে তারা প্রকল্প এলাকাসহ সুন্দরবন ও এর আশপাশ এলাকা, মংলাসহ সুন্দরবনের যেসব নদীতে কার্গোডুবির ঘটনা ঘটেছে সেসব এলাকা পরিদর্শন করে এবং বিদ্যুৎসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে। এই পরিদর্শনের আলোকেই ইউনেস্কো তাদের প্রতিবেদন দিয়েছে।
ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয় যে, রামপাল বিদ্যুৎকেন্দ্রটি যে প্রযুক্তিতে স্থাপন করা হচ্ছে তা অত্যাধুনিক নয়।
জবাবে ৯ অক্টোবর সরকার লিখিতভাবে ইউনেস্কোকে বলেছিল, বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে সুন্দরবনের ক্ষতি হবে না।