নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: কবুতরকে বলা হয়ে থাকে শান্তির প্রতীক। কবুতরের দিকে তাকিয়ে থাকলে যে কারোরই মন ভালো হয়ে যেতে বাধ্য। শখের বসে এখন অনেকেই কবুতর পালন করেন। আর এইসব কবুতরের যে কতো বাহারি রকম নাম আর বাহারি দাম তা গুলিস্তানের কাপ্তান বাজারের কবুতর হাটে না আসলে বোঝা যাবে না। প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই হাট। তবে হাটটি ঠিক কবে থেকে শুরু হয়েছে তা জানা যায়নি।
মোহাম্মদপুর থেকে মুন্না এসছে কবুতর কিনতে। মুন্নার মতো হাজারো ক্রেতা-বিক্রেতার ভিড় লেগে আছে কবুতরের অস্থায়ী এই বাজারে। মুন্না ৭০০০ টাকা দিয়ে এক জোড়া কিং কবুতর কিনেছেন। তিনি জানান, এই বাজারটা মূলত শৌখিনদের হওয়ায় দাম সব সময়ই একটু বেশি।
কবুতর ব্যবসায়ী সেজান জানান, প্রতি হাটে প্রায় ১৫-২০ লাখ টাকার কবুতর বিক্রি হয় এই বাজারে। কবুতরের প্রজাতি ও কালার বুঝে দাম নির্ধারণ করা হয়। যেমন, সিরাজি লাল, কালো, হলুদ, সিলবার ৪ হাজার থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই হাটে। ফিলব্যাক কবুতরের তিন প্রজাতির দাম ৭ হাজার থেকে শুরু করে প্রায় ৪০ হাজার পর্যন্ত ধাম চাওয়া হয়। এছাড়া কিং কবুতর পাওয়া যাবে ৭-১২ হাজার টাকার মধ্যেই। হলুদ মুক্কি কবুতর কিনতে চাইলে আপনাকে এক জোড়ার জন্য গুনতে হবে প্রায় ৭০ হাজার টাকা। এই হাটে এই প্রজাতির কবুতরের দামই সবচেয়ে বেশি। এছাড়া চকোলেট মুক্কি ১০ হাজার আর কালো মুক্কি পাবেন ৫ হাজার টাকার মধ্যেই।
ভুটান দেশের নামেও কবুতর পাবেন এই হাটে। হলুদ, কালো আর লাল ভুটান কবুতর পাবেন আপনি ৪-৫ হাজার টাকা জোড়া। অন্যান্য কবুতরের মধ্যে নান কালো ৭ হাজার হলুদ ২০-২২ হাজার বোখারা সাদা ১৫ হাজার, কালো ৬ হাজার, ইস্টেচার লাল ৮-১১ হাজার টাকা জোড়া। সবুজ গলা ও জিরা গলা কবুতর হচ্ছে এই বাজারের সবছেয়ে কম দামি কবুতর। জোড় প্রতি পড়বে ৭০০-৮০০ টাকা।
ঢাকার পাশাপাশি ঢাকার বাহির থেকেও এই বাজারে ক্রেতা-বিক্রেতারা আসেন।কুমিল্লা, পাবনা, ফরিদপুর, কুড়িগ্রাম, নওগাঁ থেকেও এই হাটে কবুতর আসে। আাবার এইখান থেকেও অনেকে কবুতর কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। কেই শখে পালন করবেন কেউ আবার অন্যত্র বিক্রি করবেন। তবে সবচেয়ে বেশি কবুতর আসে পুরান ঢাকা থেকে।
এই বাজারকে কেন্দ্র করে চলে কবুতর পোষার নানা সামগ্রি বিক্রি। কবুতর পোষার বাঁশের খাচা পাবেন আপনি সাইজ বুঝে ৫০০-৩০০০ টাকায়। এছাড়া স্টীলের খাঁচা, কবুতরের খাবার, খাবারের পাত্র, ডিম দেয়ার পাত্র ও পাবেন এইখানে। তবে সবকিছুই আপনাকে দামাদামি করে কিনে নিতে হবে।
এই হাটকে শৌখিন কবুতর পোষণকারীদের মিলন মেলা বলাই যায়। বেচা-কেনার পাশাপাশি অনেকে এখানে কবুতর দেখতেও আসেন।