স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্বল লেগিয়া ওয়ারসের জালে রীতিমতো গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওয়ারসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের দল।
দলের পক্ষে চারটি গোল করেন গ্যারেথ বেল, মার্কো আসেনসিও, লুকাস ভাসকেস ও আলভারো মোরাতা। অন্য গোলটি আত্মঘাতী। রিয়ালের জালে লেগিয়ার একমাত্র গোলদাতা মিরোস্লাভ রাদোভিচ।
ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করা রিয়াল খেলার ১৬ মিনিটের মাথায় বেলের গোলে এগিয়ে যায়। লেগে থাকা এক জনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে প্রথম গোলটি করেন বেল।
এর তিন মিনিট পরেই ছয় গজ বক্সের মধ্যে থেকে করিম বেনজেমার কাটব্যাক ফাঁকায় পেয়ে শট নেন মার্সেলো। বল সামনে থাকা পোলিশ ডিফেন্ডার তমাস ইয়োদুয়োভিসের পায়ে লেগে জালে জড়ায়।
তবে ২২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান মিরোস্লাভ রাদোভিচ। সার্বিয়ার এই মিডফিল্ডারকে দানিলো নিজেদের ডি বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
প্রথমার্ধের ৩৭তম মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। রোনালদোর বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়ে জালে জড়িয়ে দেন মার্কো আসেনসিওকে।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৬৩ মিনিটে হামেস রদ্রিগেসকে বসিয়ে ভাসকেসকে মাঠে নামান জিদান। কোচের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি; বাঁ দিক থেকে স্বদেশি স্ট্রাইকার আলভারো মোরাতার বাড়ানো ক্রসে ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। চার মিনিট আগেই বেলের পরিবর্তে মাঠে নেমেছিলেন মোরাতা।
৬৪তম মিনিটে বার্তোস বেরসিসকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন রোনালদো।
খেলার ৮৪তম মিনিটে দুজন খেলোয়াড়কে পিছনে ফেলে রোনালদোর বাড়ানো বল পেয়ে নীচু শটে স্কোরশিটে নাম লেখান আগের গোলে অবদান রাখা মোরাতা।
‘এফ’ গ্রুপ থেকে রিয়ালের সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পোর্টিং গিজন। লেগিয়া ওয়ারস এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারি নি।