অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড়ে সড়ক দুর্ঘটনায় ট্র্যাজিডির ৩৯ জন নিহতের দুই বছর পূর্ণ হয়েছে ২০ অক্টোবর বৃহস্পতিবার। ২০১৪ সালের ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে দেশের সবচেয়ে ভয়াবহতম বাস দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের স্মরণে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন সংগঠন ও স্থানীয় এলাকাবাসী রেজুর মোড় মহাসড়ক এলাকার বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও মহাসড়ক চার লাইনে উন্নীতকরণ, সড়ক ডিভাইডার ও প্রয়োজনীয় সড়ক নিদের্শনা স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে প্রথমআলো-বন্ধুসভা, উপজেলা প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম, উপজেলা সাংবাদিক ইউনিয়ন, জাগ্রত এলাকাবাসী, নিহতদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ অক্টোবর গুরুদাসপুরের শিধুলী গ্রামের ডা. ইয়ারুল ও আমির হোসেন হত্যা মামলার মোট ৪৬ জন আসামী নাটোর কোর্টে হাজিরা দিয়ে অথৈ পরিবহণে বাড়ি ফিরছিলেন। এছাড়া জেলা শহরে বিভিন্ন কাজ শেষে অনেকেই ওই বাসে বাড়ি ফিরছিলেন। পথে দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রেজুর মোড়ে ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহণের সাথে অথৈ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থল থেকেই একে একে উদ্ধার করা হয় অথৈ পরিবহণের চালকসহ ৩৬ জনের লাশ। এছাড়া দীর্ঘ সময় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ে চির বিদায় নেন এক স্কুল শিক্ষকসহ আরো দুজন। সবমিলিয়ে অজ্ঞাত একটি সহ ৩৯টি তরতাজা প্রাণ চলে যায় এই দুর্ঘটনায়।