নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত জনকে আটক করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বিভিন্ন কেন্দ্র থেকে ওই সাতজনকে আটক করা হয়।
পরীক্ষার সময় মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে তাদের আটক করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের ৮৭টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই ইউনিটের অধীন বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৭ জন।