নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আওয়ামী লীগের নব নির্বাচিত নেত্রীবৃন্দের প্রতি অভিনন্দনের স্টাটাসে প্রায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
রবিবার (২৩অক্টবর) উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ’বাংলাদেশ আওয়ামী লীগ’ এর কেন্দ্রীয় কমিটির ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্বে আসা নেতাদের অভিনন্দন জানাতে এ অবস্থা সৃষ্টি হয়েছে ফেসবুক জুড়ে।
তবে বিনা প্রতিদ্বন্দীতায় পূনরায় নির্বাচিত দলের সভাপতি ও বাংলাদেশ সকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটিতে প্রথমবারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েই সবচেয়ে বেশি অভিনন্দন লক্ষ্য করা যায়।
কমিটি ঘোষণার পরপরই পরিস্থিতির পরিবর্তন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘিড়েই যত বেশি উত্তেজনা। ফেসবুক অ্যাকটিভিস্টরাই নয় বরং আধ আধ হাতে ফেসবুক চালিয়েও কেউ কেউ প্রিয় নেতাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন তার নিজস্ব ফেসবুক টাইম লাইনে।
যদিও সকাল থেকে কমিটি ঘোষণার পূর্ব মূহর্ত পর্যন্ত ফেসবুকের আলোচনায় ছিলেন সৈয়দ আশারাফুল ইসলাম, ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় এবং রাজনীতির মাঠে ফিরে আসা তানজিম আহমেদ সোহেল তাজ। দিনের বিভিন্ন সময়ে কেউবা সভাপতি হিসেবে সৈয়দ আশরাফকে, কেউবা জয়কে আবার সাধারণ সম্পাদক হিসেবে কেউবা ওবায়দুল কাদেরকে কেউবা তানজিম আহমেদ সোহেল তাজকে দেখতে চেয়েও স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে অভিনন্দন জানানো ব্যাক্তিদের মধ্যে তরুণ রাজনৈতিক ব্যাক্তিরাই যেন চোখে পড়ার মত। তবে ছেলেদের পাশাপাশি এদিক থেকে পিছিয়ে নেই মেরাও। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েই থেমে নেই অভিনন্দন মঞ্চ। আওয়ামী লেগের সভাপতি মন্ডলীর সদস্য এবং আওয়মী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ নামে বেনামে অনিন্দন এসেছে ফেসবুক থেকে।
ফেসবুকের অভিনন্দন জানানোর পাশাপাশি অনেকেই ওবায়দুল কাদের কিংবা সৈয়দ আশরাফুলসহ নতুন কমিটিতে পদপ্রাপ্তদের সাথে যতটুকু সম্ভব ঘনিষ্ঠ ছবি দেখিয়ে, যেন বলে দিতে চায় কে কার কত কাছের মানুষ। এ যেন রাজনীতির ডিজিটাল পদ্ধতি।শুধু রাজনীতিবিদ নয় বরং বিভিন্ন পেশা ও সংগঠনের দ্বায়িত্বশীল লোকেরাও আপন আপন পছন্দের নেতা কিংবা আঞ্চলিকতার টানে নিঃস্বার্থ ভাবে পছন্দের নেতার সাথে নবনির্বাচিত পদটি উল্লেখ করে জানিয়ে দিয়েছেন হৃদয় নিংরানো ভালোবাসা ও অভিনন্দন।
‘ব্রেকিংনিউজ.কম.বিডি’ এর প্রতিবেদকের পরিচিত বেশ ক’জন ফেসবুক একটিভিস্টদের কাছে এ বিষয়ে আলাপ চারিতায় তারও ফেসবুকে অভিনন্দনের জোয়ার উঠেছে বলে মন্তব্য করেন।
পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ওবয়দুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন, ‘বঙ্গবন্ধুর যোগ্য উত্তশুরী, বাংলার মানুষের আশ্রয়স্থল, উন্নয়নের রুপকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার সাধারণ জনতার প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম সম্মেলনে আবারো সভানেত্রী ও ছাত্র রাজনীতির পুরধাব্যাক্তিত্ব জনাব ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় কবি নজরুল কলেজ ছাত্রলীগ এর পক্ষ থেকে দেশবাসিকে জানাই সংগ্রমী অভিনন্দন।’
ঢাকা কলেজ শিক্ষার্থী সরকার লিখন লিখেছেন, ‘অভিনন্দন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।।এবং স্বদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফ এম শরীফুল ইসলাম তার টাইমলাইনে ওবায়দুল কাদেরের সাথে বিভিন্ন কাজে স্বাক্ষাতের ছবি দিয়ে লিখেছেন, ‘সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হলেন জননেতা ওবায়দুল কাদের এম পি। দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত…..।’