বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বড়ুয়ার পরিচালনায় প্রথম সবাক ‘দেবদাস’ চলচ্চিত্র নির্মাণ হয়। তাতে দেবদাস চরিত্রে অভিনয় করেন প্রমথেশ। পার্বতী চরিত্রে যমুনা দেবী। প্রমথেশ বড়ুয়ার দেবদাসের মূল ফিল্ম রয়েছে ঢাকার মহাফেজখানায়।
যত্ন করে রাখা তার বাংলা দেবদাসের সেলুলয়েডের মূল কপি। বাংলাদেশের কাছে ভারত দেবদাসের মূল কপিটা পাওয়ার জন্য আবেদন করেছিল। ঐতিহাসিক কারণেই সেটা অমূল্য। বাংলাদেশ মূল কপির একটা সিডি দিয়েছিল ভারতকে। তাতে কাজ হয়নি। রেকর্ড রাখতে হলে তা দিয়ে হবে না। বরাবরের ভারত আসলটা চায়।
বাংলাদেশ আসলটাই দিতে রাজি হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। এবার নাকি ঢাকা থেকে দেবদাস যাবে দিল্লির মহাফেজখানায়।
এদিকে জানা যায়, পাঞ্জাবি প্রেমকাহিনী ‘মির্জা’র চিত্রনাট্য লেখার পর গুলজারের মাথায় দেবদাস তৈরির আকাঙ্খা হয়েছে। ‘মির্জা’র নতুন নায়ক নায়িকা, অভিনেতা অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন আর সাইয়ামি খেরকে তার পছন্দ। তারা দু’জনে দেবদাস-পার্বতী করতে পারবে বলেই বিশ্বাস।
আগে গুলজার দেবদাস নির্মাণে হাত দিয়েই থেমেছিলেন। মাত্র দু’রিল শুট করার পর স্থগিত। দেবদাস হয়েছিলেন ধর্মেন্দ্র। পার্বতী- হেমামালিনী। চন্দ্রমুখী- শর্মিলা ঠাকুর। গুলজার নতুন করে দেবদাসের চিত্রনাট্য লিখবেন প্রমথেশ বড়ুয়ার ‘দেবদাস’ দেখার পর। আপাতত তিনি ঢাকার দিকে তাকিয়ে। দেবদাসকে স্বাগত জানাতে প্রস্তুত।