নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: মাত্র কয়েক গজ সামনে ভূতগুলো নিষ্পেষণ করছে। রক্তচোষারা দীর্ঘ ঘুমের পর জেগে উঠেছে। নেকড়ে মানবরা গর্ত থেকে বেড়িয়ে একটা ভূতুড়ে পরিবেশে বিশাল জমায়েতের চেষ্টা চালাচ্ছে। দর্শককে এমন শিহরণ জাগানো ভৌতিক অবস্থায় রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে যমুনা ফিউচার পার্কের ষষ্ঠতলায় আয়োজন করা হয়েছে ‘হন্টেড হ্যালোইন সপ্তাহ’।
ঢাকা কমিকনের সহায়তায় সোমবার (৩১ অক্টোবর) থেকে শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত এখানে কসপ্লেদের সাথে সাক্ষাৎ ঘটবে দর্শকদের।
এ বিষয়ে যমুনা গ্রুপের অপারেটিং ডিরেক্টর ড. মোহাম্মাদ আলমগীর আলম ব্রেকিংনিউজকে জানিয়েছেন, এই আয়োজনে কসপ্লেদের সাথে সাক্ষাৎ ও গান শোনার পাশাপাশি ভূতুড়ে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবেন দর্শকরা। তাদের সাথে মেতে উঠতে পারবেন দৈত্য উন্মাদনায়।
তিনি বলেন, ‘আমরা সবাই জানি, আপনার মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটি ভূতুড়ে চেতনা। তৈরি হোন, একটি রোমাঞ্চকর সময়ের জন্য।’
জানা গেছে, ভূত সংযোগের জন্য দর্শককে একদিনের ২০০ টাকা এবং একাধিক দিনের জন্য ৫০০ টাকার টিকেট কিনতে হবে।
বুধবার সাপ্তাহিক ছুটি ছাড়া এই ইভেন্ট চলবে মোট চার দিন। কসপ্লেতে প্রতিদিন তিনজন চূড়ান্ত প্রতিযোগীকে বেছে নেয়া হবে এবং ৪ নভেম্বর তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এছাড়া একই টিকেটে যমুনা ফিউচার পার্কের বোলিং প্লেয়ার্স ক্লাবে,ফিউচার ওয়ার্ল্ডে এবং আউটডোর পার্ক কার্নিভালে প্রবেশ করা যাবে। ৩১ অক্টোবর প্রদান করা হবে “হ্যালোইন হরোর আইকন অ্যাওয়ার্ড”।