বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশে এসেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী রিয়া সেন। তারা এখন কক্সবাজারে। গত ৬ নভেম্বর থেকে সাগরপাড়ে ‘সেনাপতি’ নামের একটি ছবির শুটিং করছেন দুজনে।
দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এ ছবিটি। গত ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির ষাট ভাগ দৃশ্যায়ন হয়েছে কলকাতায়। ৩০ শতাংশ কাজ হচ্ছে কক্সবাজারে।
অনেকটা গোপনীয়তার মধ্যেই ‘সেনাপতি’ ছবির শুটিংও করছেন তারা। অবশ্য এমন কথা অস্বীকার না করলে পরিচালক মোস্তফা কামাল রাজ বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু বলতে রাজি হননি।
দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণ করা হচ্ছে ছবিটি। ‘সেনাপতি’র ওপার বাংলার অংশ পরিচালনা করছেন রিংগো ব্যানার্জি।
সেনাপতিতে বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে কলকাতায় শুটিং করেছেন শাহেদ শরীফ খান, লুফর রহমান জর্জ ও সানজিদা তন্ময়। ছবিটির বাংলাদেশ প্রযোজক স্টার সিনেপ্লেক্স।
ছবির গল্প একটি আন্ডারওয়ার্ল্ড ব্যবসায়ী পরিবারকে নিয়ে। এই ‘সেনাপতি’ পরিবারের প্রধানের অস্বাভাবিক মৃত্যুর পরেই সব দায়িত্ব এসে পড়ে বাড়ির বড়ছেলে রূপেন সেনাপতির ওপর। এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। থ্রিলারধর্মী এই ছবির গল্পে রয়েছে বিখ্যাত ‘গডফাদার’ সিরিজের ছোঁয়া।