শোবিজ ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: নাদিয়া আহমেদ একজন অভিনেত্রী কিংবা নৃত্যশিল্পীÑদুই ক্ষেত্রেই সফল। তবে নাচের চেয়ে অভিনয়ে বেশি দেখা মেলে তার। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে বরাবরই দর্শক আলোচনায় রয়েছেন নাদিয়া। এ মুহূর্তে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এসব নাটকের মধ্যে রয়েছে সকাল আহমেদের ‘বাবুই পাখির বাসা’, এসএ হক অলিকের ‘আয়না ঘর’, আল হাজেনের ‘লড়াই’, আবু হায়াত মাহমুদের ‘বৃষ্টিদের বাড়ি’, অঞ্জন আইচের ‘মেঘের পরে মেঘ’, প্রভৃতি। এছাড়া এনটিভিতে ‘সংসার’ ও দেশটিভিতে ‘উৎসব’ ধারাবাহিক দুটিতে অভিনয় করছেন নাদিয়া। ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, হাতে এতগুলো নাটক। এগুলোর শুটিংয়ে সপ্তাহের প্রতিটি দিনই ব্যস্ত থাকতে হচ্ছে। আলাদা করে নিজের জন্য সময় পাচ্ছি না। বিশেষত অনেকের ফোন রিসিভ করতে পারি না। তবে এ ব্যস্ততাকে উপভোগ করছি। কাজের মাঝে থাকলে ভালোই লাগে। ধারাবাহিকে নিয়মিত অভিনয় করলেও খন্ড নাটকে খুব একটা কাজ করছেন না নাদিয়া আহমেদ।