বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বিজয়ের ৪৫ বছরপূর্তি উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় “বিজয়ের ৪৫ বছর- লাল সবুজের মহোৎসব” শিরোনামে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়েছে। এর আয়োজনে রয়েছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস্।
১৬ দিনব্যাপী অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন হলো মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ১লা ডিসেম্বর সন্ধ্যায়।
জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ।
উৎসবের শুভ সূচনা হয় সম্মিলিত কণ্ঠে পরিবেশিত জাতীয় সংগীত দিয়ে। অনুষ্ঠানের বর্ণাঢ্য শুভ সূচনার পরপরই ব্যতিক্রমী এক পরিবেশনায় হলজুড়ে নেমে আসে পিনপতন নীরবতা।
জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার প্রেক্ষাপটে নির্মিত ভিডিওচিত্র ‘ইউ উইল অলওয়েজ রিমেইন’ আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
পরক্ষণেই খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় ‘ও আলোর পথযাত্রী’ গানটি আলোর দ্যুতিতে ভরিয়ে তোলে উৎসব প্রাঙ্গণ।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল আলোকারসাজি। আলোর বিচ্ছুরণের মাধ্যমে প্রতীকীভাবে দেশের ক্রমবর্ধমান অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এরপর দেশসেরা শিল্পীদের পরিবেশনায় পর্যায়ক্রমে পরিবেশিতহয় দলীয় সংগীত ও একক সংগীত।
হাবিব, ফুয়াদ, হৃদয় খান, ইমন চৌধুরী পাভেল, আবিদ রনির সংগীতায়জনে বিভিন্ন গানে কণ্ঠ দেন খ্যাতিমান শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদি, রেবেকা সুলতানা, ইয়াসমিন মুশতারী, ইফফাত আরা নার্গিস, ফাতেমা তুয জোহরা, ইয়াকুব আলী খান, সুজিত মুস্তাফা, সাদিয়া আফরিন মল্লিক, অদিতি মহসীন, হাবিব, বালাম, হৃদয় খান, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কনাসহ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ।