শোবিজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। সম্প্রতি ‘স্পর্শের অনুভূতি’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করলেন। সৈয়দ ইকবালের রচনা ও মাসুদ আল জাবেরের পরিচালনায় এ নাটকটিতে তার সঙ্গে আরো দেখা যাবে তারিক আনাম খান ও ইরফান সাজ্জাদকে।
নাটকটির গল্পে দেখা যাবে তারিক আনাম খান একজন অ্যাকাউন্টস অফিসার। পেশাগত জীবনে সৎ হওয়ায় পরিবারে কারো ভালোবাসা পান না। তার ধন-সম্পত্তি কম হওয়ায় স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়! অফিসের বস তাকে অসৎভাবে অর্থ উপার্জনের পরামর্শ দেন। তবে তাতে তিনি রাজি নন।
সংসারে তারিক আনামের একমাত্র সন্তান ইরফান সাজ্জাদ। নিজের প্রেমিকা রুহীর দিক থেকে আসা বিয়ের প্রেসারে বাবাকেও সেই চাপ দিতে থাকে সাজ্জাদ। এভাবেই নাটকটির গল্প সাজানো হয়েছে।
শিগগিরই নাটকটি প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেলে।