কামরুল হাসান,বর্তমানকণ্ঠ ডটকম: ঠাকুরগাঁওয়ের পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী। এসময় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দুই ঘণ্টা ১০ মিনিটে দেওয়া কঠিন হয়ে পরে। সেখানে দুই ঘণ্টা ৩০ মিনিটে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে দিবো আমরা? তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল সাতটির পরিবর্তে ছয়টি করার দাবি জানানো হয়। ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।