নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার পোস্তগোলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায় বলে জানান দক্ষিন কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো: সামসুল আলম।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৩০) বছর। ওই যুবকের পরনে কিছুই ছিলনা ও তার পরিচয় বুধবার রাত পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান সামসুল আলম।
তিনি জানান, স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশ পঁচে গলে যাওয়ায় নিহতের শরীরের কোন আঘাতের চিহ্ন আছে কিনা শনাক্ত করা যায় নি। ময়নাতদেন্তর প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না।
এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে ও পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।