
পাঁচ বছরেও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন হয়নি: বকেয়া পরিশোধের দাবিতে চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ
জয়পুরহাট,বর্তমানকণ্ঠ ডটকম: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া আদেশ পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়ায় জয়পুরহাট চিনিকলের অবসরে যাওয়া আট শতাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা বকেয়া পরিশোধের দাবিতে বুধবার এক সমাবেশের আয়োজন করে। জয়পুরহাট-২ আসনের এমপি’র বাসভবনের হলরুমে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক লীগের জেলা সভাপতি ও চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারী হবিবর রহমান, সাবেক বাণিজ্যিক কর্মকর্তা আফজাল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আশরফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাহার আলী প্রাং, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, চিনিকল শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আব্দুল হামিদ প্রমুখ। জয়পুরহাট চিনিকলের অবসরে যাওয়া ৮২২ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার বকেয়া পাওনার পরিমাণ হচ্ছে ১০ কোটি দুই লাখ টাকা।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল বলেন, পাওনা নির্ধারণের জন্য জিএমকে (প্রশাসন) আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি কাজ করছেন। জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দীর্ঘদিনেও সম্পূর্ণ সুবিধা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।