শিবপুর,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর শিবপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে একই স্থানে আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার শিবপুর উপজেলা প্রশাসন মাইকিং করে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা জারি করেন। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদ এর উদ্যোগে শিবপুর কলেজ মাঠে সোমবার বিকালে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে, একই স্থানে মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পাল্টা সমাবেশের ডাক দেওয়া হয়। অনুষ্ঠিতব্য এ সমাবেশকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উপজেলা প্রশাসন মাইকিং করে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেন।