সিলেট,বর্তমানকন্ঠ ডটকম: প্রবাসী গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে সিটি ব্যাংক লিমিটেডের জিন্দাবাজার শাখার চাকুরিচ্যুত ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার চাকুরিচ্যুত শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান (৫৮), একই শাখার সাবেক ক্যাশ ইনচার্জ গিয়াস উদ্দিন (৪৮) ও চাকুরিচ্যুত কাস্টমার সার্ভিস অফিসার (বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার) মো. সাজ্জাদুর রহমান (৩৮)।
দুদক সিলেটের উপ-পরিচালক রেভা হালদার গণমাধ্যমকে জানান, জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে ৭০ লাখ টাকার এফডিআর দেখিয়ে ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন গ্রেপ্তারকৃত তিন জনসহ সিটি ব্যাংকের সাত কর্মকর্তা।
এ ঘটনার অনুসন্ধানে প্রাথমিকভাবে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সিলেট নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে আজ বিকেলে তাদের গ্রেফতার করা হয়।