টেকনাফ (কক্সবাজার),বর্তমানকণ্ঠ ডটকম: থামছে না কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত দুই দিনে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আট নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করছিল রোহিঙ্গারা।
টেকনাফ ২ অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মঙ্গলবার ও বুধবার ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৮টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সীমান্তের টহলরত বিজিবির সদস্যরা অনুপ্রবেশকারীদের বাধা দেয় এবং মিয়ানমারে ফেরত পাঠায়।
তিনি আরও জানান, মিয়ানমার চলমান পরিস্থিতির পর থেকে সাড়ে ৩ শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রতিহত করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতা রয়েছে বলে দাবি করেন বিজিবির এই কর্মকর্তা। এদিকে প্রতিদিন রোহিঙ্গাবোঝাই নৌকা ফেরত দিলেও রাতে আধারে আইনশৃঙ্খলা-বাহিনীকে ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা।
প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে যাচ্ছে।