নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সকল ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। পূজামন্ডপে কেউ কোন ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।
সভায় মহানগর শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি ও জাতীয় শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘প্রত্যেক মন্ডপে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা পথ তৈরি করে প্রবেশ পথে আর্চওয়ে, হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে কর্তব্যরত পুলিশ চেকিং করবে। প্রয়োজনে দেহ তল্লাশিও করবে।’
রাজধানীতে ২২৯ টি মন্ডপে পূজা উদযাপিত হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রত্যেক মন্ডপে আইন শৃংঙ্খলা কমিটি গঠন করতে হবে এবং কমিটিতে লোকাল ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য লোকদের রাখতে হবে। পূজামন্ডপ এবং এর আশপাশের এলাকা, বির্সজন স্থান ও বিসর্জনে যাওয়ার রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ সিসিটিভির আওতায় আনতে হবে।’
বির্সজন স্থানের নিরাপত্তা প্রসঙ্গে সভায় উপস্থিত ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্ধারিত বিসর্জন পয়েন্টের লোকাল পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবেন, যাতে করে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে।’
উপস্থিত গোয়েন্দা প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পূজা মন্ডপ এবং এর আশপাশ এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখেন যাতে করে কোন প্রকার অঘটন ঘটতে না পারে।’
আসন্ন পবিত্র আশুরা ও দুর্গাপূজার উপর বিশেষ গুরুত্বারোপ করে কমিশনার তাজিয়া মিছিলের জন্য নির্ধারিত রাস্তা এবং দুর্গা প্রতিমা বির্সজনের জন্য নির্ধারিত রাস্তার জন্য সুপরিকল্পিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা সাজানোর জন্য ট্রাফিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।