লক্ষ্মীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: লক্ষ্মীপুরের কমলনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বুধবার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ওসি আকুল চন্দ্র বিশ্বাস ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন।
কলেজের সহকারী অধ্যাপক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা মফিজ উল্যাহ, বাসদ নেতা এমএ মজিদ ও জেএসডি নেতা শাহাদাত হোসেন নীরব প্রমুখ।