অমর ডি কস্তা, বর্তমানকণ্ঠ ডটকম: নাটোর শহরের দু’টি সড়কের নাম ফলক রাজাকারের নামে থাকায় হাইকোর্ট নির্দেশে দিয়েছে তা ভেঙ্গে ফেলতে। নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে ‘আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়া সড়ক’ ও বড়হরিশপুর ‘কছের উদ্দিন সড়ক’ নামের দুই রাজাকারের নামে তৈরী করা নাম ফলক দুটি ভেঙ্গে ফেলেন নাটোর পৌর কর্তৃপক্ষ। জেলা প্রশাসক শাহিনা খাতুন সড়ক ফলক অপসারণ করার কাজ উদ্বোধন করেন। এসময় পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় এক দশক আগে তৎকালীন নাটোর পৌরসভা কর্তৃপক্ষ শহরের ট্রাফিক মোড় থেকে হাসপাতাল সড়কের নামকরণ করে একাত্তরের চিহ্নিত রাজাকার আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়ার নামে। শহরের অপর আরেকটি বড়হরিশপুর এলাকার চেয়ারম্যান রোড়ের নামকরণ করে রাজাকার কছেরউদ্দিন সড়ক নামে। পরে পৌরকর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাচারি সড়কের নামকরণ করা হয় ‘মুক্তিযোদ্ধা মোতাহার আলী সড়ক’ ও চেয়ারম্যান রোডের নামকরণ করা হয় ‘বীরপ্রতীক সোলেমান আলী সড়ক’ নামে। এর আগে গত ৬ ডিসেম্বর এক রিটের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশনা জারি করেন।