খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ, যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস।
শুক্রবার সকাল ৭টা থেকে পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামিজক সাংস্কৃতিক,মাধবদী বাজার মার্চেন্ট এসোশিয়সন ও রাজনৈতিক দলগুলো মহান বিজয় দিবস-২০১৬ উপলক্ষে ব্যানার পেষ্টুন প্লেকার্ড নিয়ে বিজয়ের স্লোগানের মাধ্যমে র্যালী ও আলোচনা সভা করে।
এদিকে পূর্ব ঘোষনা অনুযায়ী মাধবদী পৌরসভাকর্তৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে পৌরসভা মিলনায়তনে বিজয় দিবস উদযাপন উপ-কমিটির আহব্বায়ক ও ১নং ওয়ার্ডের কাউন্সেলর বাবু পরিমল চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। উক্ত অনুষ্ঠানে নিমন্ত্রনে ছিলেন বিজয় দিবস উদযাপন উপ-কমিটির সদস্য সচিব ও ৩নং ওয়ার্ডের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামন পাঠান। অনুষ্ঠানের শুরুতে বিজয়ের ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ ব্যাধিতে পুষ্পঞ্জলি, দোয়া মাহফিল শেষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।