অমর ডি কস্তা, বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। রাত ১২টা এক মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন বনপাড়াস্থ কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকালে সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে বাইপাস মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে পুস্পস্তবক অর্পন করার পর এক বিজয় র্যালি বনপাড়া শহর প্রদক্ষিণ করে তা মডেল বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করে। ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, ওসি মো. শাহরিয়ার খাঁন, উপজেলা আওয়ামীলীগ আব্দুল জলিল প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার মো. শামসুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা সহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ। দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো, উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলাদের জন্য ক্রীড়া অনুষ্ঠান, উপজেলার মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনার আলোকে মঞ্চ নাটক ইত্যাদি।